Site icon Ghatal News

পোড়া আমের শরবত দিয়ে নববর্ষের আড্ডা নাড়াজোল রাজবাড়িতে

খাঁটি বাঙালি আনার খাওয়া এবং আলোচনা সহ পালিত হলো বর্ষবরণ।
পান্তাভাতে বর্ষবরণ সহ নববর্ষের আড্ডা।
নতুন বাংলা বছর অর্থাৎ ১৪৩১ সাল বরণ এর আয়োজন নাড়াজোল রাজবাড়ীর জয় দুর্গামন্দিরে। উদ্যোক্তা বন্দিশ।

পোড়া আমের শরবত দিয়ে আড্ডা শুরু হয়।
নববর্ষে ছিল মিষ্টিমুখের আয়োজন ছিল মিহিদানা।
আড্ডা বসে ধান নিয়ে আলোচনার।
ধান চাষের ইতিহাস এবং প্রাচীনকালে কিভাবে ধান চাষ করা হতো এবং পরবর্তীকালে চাষের আধুনিকীকরণ সহ বিস্তারিত আলোচনা হয়।
আড্ডার মুডে প্রত্যেকে আলোচনায় অংশ নেন।
প্রকাশিত হয় খেরোর খাতা যার বিষয়বস্তু ধান।
এই বৈশাখী আড্ডায় দেবাশীষ ভট্টাচার্য সম্পাদিত খেরোর খাতা পত্রিকা, দেবাশীষ কুইলা লিখিত মেদিনীপুরের লোকখেলা, কবিতা সামন্তর কাব্যগ্রন্থ অবগাহনে ঈশ্বরী প্রকাশিত হয়।
আজ দুপুরে পাতে ছিল পান্তা ভাত, বেগুন পোড়া, শাকভাজা, বেগুনি ভাজা, আলু পোস্ত ও অন্যান্য পদ।
ধান নিয়ে আলোচনার পাশাপাশি বাউল লোকগান নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়।
ছিলেন বিজ্ঞানী বিবেক রায়, নাড়াজোল কলেজের প্রাক্তন অধ্যাপক অজিত বেরা, শিক্ষক তাপস পোড়েল, অধ্যাপক আশীষ ভট্টাচার্য সুকান্ত সিংহ, শুভাশিস রায় সহ অন্যান্যরা।

Ghatal News
Exit mobile version