Site icon Ghatal News

ঘাটালে অভিষেকের কর্মসূচির নিরাপত্তা খতিয়ে দেখতে প্রশাসনের কর্তারা

ঘাটাল নিউজ ডেস্ক, ২৬ মেঃ

ঘাটালে ২৮ শে মে রবিবার দলের নবজোয়ার কর্মসূচিতে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি ওইদিন ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল ফুটবল মাঠে তাঁবু তে রাত্রি যাপন করবেন।
নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শুক্রবার আসেন রাজ্য পুলিশের এডিজি, ডিআইজি। এছাড়াও ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, মহকুমা পুলিশ অাধিকারীক অগ্নিশ্বর চৌধুরী, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক সহ প্রশাসন ও পুলিশ আধিকারিকরা।

নিরাপত্তার ঘাটতি যাতে না থাকে তার জন্য তৎপর পুলিশ।

২৮ তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ভিটে এবং বিদ্যাসাগর স্মৃতি মন্দির দেখবেন।
বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করবেন।
নিরাপত্তার জন্য বিদ্যাসাগর স্মৃতি মন্দির এবং বীরসিংহ তে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

ওই দিন চন্দ্রকোনার কালিকাপুরে হবে রোড শো করবেন অভিষেক।
এরপরে ক্ষীরপাই হয়ে আসবেন বীরসিংহে।
এরপর সিংহডাঙ্গা মোড় থেকে হবে রোড শো।
আসবেন ঘাটালে।
সিংহ ডাঙ্গা থেকে ঘাটাল পর্যন্ত রাস্তায় অর্থাৎ তিনি যে রাস্তা দিয়ে আসবেন তার দু’ধারে বসানো হচ্ছে অস্থায়ী আলো এবং সিসি ক্যামেরা।
বিদ্যাসাগর স্কুল ফুটবল মাঠের পাশে অর্থাৎ কলেজ মোড় লাগোয়া এলাকাতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা এবং আলো।
পরদিন ২৯ মে অভিষেক দাসপুরে জনসংযোগ করবেন।
ওখান থেকে তিনি যাবেন ডেবরাতে।
এই নভজোয়ার কর্মসূচিতে বিভিন্ন এলাকাতে তৃণমূল কর্মীদের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
ঘাটালে যাতে এসব না হয় তার জন্য নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব।।

Ghatal News
Exit mobile version