যোগ্য ব্যক্তিরা কাজ করতে পারছেন না::  দিলীপ ঘোষ

মেদিনীপুর- ঝাড়গ্রাম

যোগ্য ব্যক্তিরা রাজ্য সরকারের সঙ্গে কাজ করতে পারছেন না::  দিলীপ ঘোষ

ঘাটাল নিউজ ডেস্ক, পশ্চিম   মেদিনীপুর ঃঃ

ব্যক্তিগত কারণ দেখিয়ে রাজ্যের এডভোকেট জেনারেলের পদত্যাগ করার বিষয়টিকে বিচার ব্যবস্থার জন্য “ভালো নয়” বলে মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ সন্ধ্যায় মেদিনীপুরে দলীয় কার্যক্রমে  সাংবাদিকদের মুখোমুখি হন l এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, যারা যোগ্য ব্যক্তি তারা এই সরকারের সঙ্গে কাজ করতে পারছেন না l  তিনি মন্তব্য করেন, একাধিক অফিসার বিচারপতি উকিল টিএমসির মামলার সঙ্গে যুক্ত হতে অস্বীকার করছেন, দায়িত্ব ছেড়ে দিচ্ছেন l বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের যদি ধমক দেওয়া হয় পদত্যাগ করতে বলা হয় তাহলে তা বিচার ব্যবস্থার জন্য ভালো নয় l

অন্যদিকে, ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নপত্রে তথ্য গোপন করার অভিযোগ তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি l আজ মেদিনীপুরে বলেন 2018 সালের একটি মামলার বিষয়ে এই মনোনয়নপত্রে কোনো উল্লেখ নেই এটা তথ্য গোপন l  শ্রী ঘোষ দাবি করেন, তারা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন l এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নপত্র বাতিল এবং উপযুক্ত সাজা হওয়া উচিত বলেও তিনি জানান l

Ghatal News