ঘাটাল মহকুমা আদালত,সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে তৈরি করার উদ্যোগ

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ডেস্ক, ২৮ অক্টোবর :  পরবর্তীকালে বিচারপ্রার্থীদের সুবিধার জন্য ঘাটাল মহকুমা আদালত, ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে তৈরি করার উদ্যোগ নেয়া শুরু হলো।

 

ঘাটাল মহকুমা আদালত স্থানান্তরিত করার বিষয়ে, এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঘাটাল মহকুমা আদালতের আইনজীবীদের সাথে আলোচনা করলেন।
২৮ অক্টোবর, বৃহস্পতিবার জোনাল জজ দেবাংশু বসাক , জেলা জজ পশ্চিম মেদিনীপুর সৌমেন্দ্রনাথ দাস, সিনিয়র ডিভিশনের জজ মৈনাখ দাশগুপ্ত, অ্যাডিশনাল মুন্সেফ কাম জেএম তেনজিং ওয়াংচু ভুটিয়া এবং এসিজেএম বরুন রায় এই বিষয়ে ঘাটাল মহকুমা আদালতের আইনজীবী এবং ল ক্লার্ক দের মতামত শোনেন।
এই দিন ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে মহকুমা আদালত তৈরি করার বিষয়ে আলোচনা হয়।
ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে, বর্তমান ঘাটাল মহকুমা আদালত এর দূরত্ব অনেকটাই। যোগাযোগ ব্যবস্থা পর্যাপ্ত নয়।
এছাড়াও বর্তমান কোর্ট চত্বরের সামনে দোকান গুলিতে সাইকেল, বাইক, গাড়ি ইত্যাদি থাকার জন্য যানজট তৈরি হয় এবং জায়গা ক্রমশ সংকীর্ণ হচ্ছে।
সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা বন্যাপ্রবণ হওয়ায় , ওই স্থানে প্রস্তাবিত আদালত যাতে রাস্তা থেকে তিন চার ফুট উঁচু করে তৈরি করা যায় সে বিষয়ে আলোচনা হয়।
এছাড়াও আইনজীবী, ল ক্লার্ক এবং বিচারপ্রার্থীদের বসার জায়গা সহ আদালতের অন্যান্য পরিকাঠামোগত বিষয়ের কথা আলোচনা করা হয়।
ভবিষ্যতের কথা ভেবে সব কিছু সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জোনাল জজ, একথা ঘাটাল বার অ্যাসোসিয়েশনের সম্পাদক জয়দেব মুখার্জী।

Ghatal News