শীলাবতীর নদীর বাঁকাতে জল ডেঞ্জার লেবেল ক্রশ করেছে

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ডেস্ক , ৩০ সেপ্টেম্বর:  নিম্ন চাপের টানা বৃষ্টিতে এবং জলাধার গুলি থেকে জল ছাড়ার কারণে ঘাটালের নদী গুলিতে জল বাড়তে শুরু করেছে। পুজোর আগে বড়োসড়ো বন্যার ভ্রুকুটি দেখা দিয়েছে। শিলাবতী নদীর বাঁকা পয়েন্টে সকাল ন’টায় 15. 34 মিটার উচ্চতায় ডেঞ্জার লেভেলের উপর দিয়ে জল বইছে। ওই পয়েন্টে ডেঞ্জার লেভেলের উচ্চতা রয়েছে 15.08 মিটার এবং শিলাবতী নদীর গাদিঘাট পয়েন্টে সকাল ন’টায় 7.4 3 মিটার উচ্চতায় জল বইছে এখানে প্রাইমারি ডেঞ্জার লেভেলের নিচে জল বইছে এখানে পিডিএল 8.38 মিটার।রুপনারায়ন নদীর বন্দর পয়েন্টে
সকাল ৯ টায় 5.18 মিটার উচ্চতায় জল বইছে এখানে( PDL 6.24 মিটার) রানিচক পয়েন্টে 4.29 মিটার উচ্চতায় এখানে (PDL 4.72)
গোপীগঞ্জে পয়েন্টে 3.39 মিটার উচ্চতায় জল বইছে এখানে( PDL 4.42 মিটার) এবং ওল্ড কাসাই নদীর কলমীজোড় পয়েন্টে 8.650 মিটার উচ্চতায় জল বইছে ওইখানে প্রাইমারি ডেঞ্জার লেভেল(PDL) 8.68 মিটার। ঝুুুু নদীরও জল বাড়ছ।

Ghatal News