ঘাটালে ১৩ দিন পর নিখোঁজ দেহ উদ্ধার

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ডেস্ক, ২৮ সেপ্টেম্বর: গত ১৬ সেপ্টেম্বর মাছ ধরতে গিয়ে জলের তোড়ে ভেসে গিয়েছিল ঘাটাল থানার অন্তগর্ত দেওয়ানচকের চৌকা গ্রামে।
বৃষ্টিতে ঘাটাল ব্লকের বেশ কিছু গ্রামে জলমগ্ন হয়ে পড়েছিল।বন্যার জলে গ্রামবাসীদের মাছ ধরার প্রবনতা বাড়ে।
সেরকমই মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল ঝর্না বাইরি নামে এক মহিলা। উদ্ধারকার্যে এনডিআরএফ টিম নেমেও হদিশ পায় নি নিখোঁজ মহিলার । ১৩ দিন পর বন্যার জল কমতে নিখোঁজ মহিলার খোঁজ মিলল ৫০০ মিটার দূরে।

জানা গিয়েছে আজ সকালে দেওয়ান চক ২ গ্রাম পঞ্চায়েতের চৌকা গ্রামের পাশের দিগর পাড়ার মাঠে গাছের পাশে মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পুলিশকে খবর দিলে মৃত দেহটিকে উদ্ধার করে।বাড়ির লোক সনাক্ত করে জানায় নিখোঁজ ব্যাক্তি ঝর্ণা বাইরির মৃতদেহ।ঘাটাল থানার পুলিশ মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক বলেন ১৩ দিন পর দেহ টিকে উদ্ধার করা হল।

Ghatal News