ঘাটাল লায়ন্স ক্লাবের স্বাস্থ্য পরিষেবায় এক নতুন পালক যুক্ত হল।

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ডেস্ক,  ২৭ সেপ্টেম্বর :  ঘাটালের স্বাস্থ্য পরিষেবায় এক নতুন পালক যুক্ত হল।
ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই বিধায়ক থাকাকালীন বিধায়ক তহবিলের অর্থ থেকে লায়ন্স ক্লাব কে একটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন ।
সোমবার লায়ন্স ক্লাবের উদ্যোগে ঘাটালের কুশপাতায় এক রক্তদান শিবির আয়োজিত হয় এবং ওই রক্তদান শিবির উপলক্ষে এই অ্যাম্বুলেন্সটি লায়ন্স ক্লাবকে তুলে দেয়া হয়।
শংকর বাবু বলেন তার অনেকদিনের স্বপ্ন ছিল এমন একটি অ্যাম্বুলেন্স ঘাটাল মহকুমায় থাকুক, যেখানে মুমূর্ষু রোগী আইসিইউ এবং ভেন্টিলেশনের মাধ্যমে পরিষেবা পাবেন।
এই ধরনের এম্বুলেন্স ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল কে দেওয়ার কথা থাকলেও, হাসপাতাল সুপারের পদ্ধতিগত ভুলের জন্য এই অ্যাম্বুলেন্সটি তিনি লায়ন্স ক্লাব কে দিলেন বলে জানান।
পাশাপাশি আন্তর্জাতিকভাবে বিখ্যাত লায়ন্স ক্লাবের বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার দিক গুলি তিনি উল্লেখ করেন।
এদিনের রক্তদান শিবিরে ছিলেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস, প্রাক্তন বিধায়ক শংকর দোলই, পুরসভার কো-অর্ডিনেটর উদয় শংকর সিংহ রায়, পঞ্চানন মন্ডল, লায়ন্স ক্লাবের সভাপতি নিতাই পাত্র, সম্পাদক প্রভাস সামন্ত,সদস্য কল্পতরু রায়চৌধুরী, সুব্রত রায়, সন্দীপ চক্রবর্তী, মলয়,সাহা, তপন শাসমল, লক্ষী মান্না।
লায়ন্স ক্লাবের সভাপতি, সম্পাদকরা ট্রমা অ্যাম্বুলেন্সটি কিভাবে পরিচালনা করবেন তা জানালেন

Ghatal News