Site icon Ghatal News

ঘাটালে বন্যা পরিস্থিতি স্থিতিশীল

ঘাটাল নিউজ ডেস্ক, ২৫ সেপ্টেম্বরঃ

ঘাটালে বন্যা পরিস্থিতি স্থিতিশীল। প্লাবিত এলাকা গুলি থেকে এখনো জল পুরোপুরি নেমে যায় নি।
মানুষকে এখনো কোথাও কোমর বা হাঁটু সমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে।
এরই মাঝে শুক্রবার দুপুরে দাসপুরের রায়কুন্ডুতে শিলাবতী নদীতে একটি নৌকা ডুবে যায়, তবে কোন প্রাণ হানি বা নিখোঁজ হননি কেউ। প্রত্যেকেই সাঁতরে উঠে আসেন।
দাসপুর থানা সূত্রে জানা গেছে, শুক্রবার বানভাসি এলাকার দাসপুর দানিকলা গ্রামের ৭ জন গ্রামবাসী কেনাকাটা করতে নৌকায় চেপে সিঙাঘাই হাটে গিয়েছিলেন দুপুর দেড়টা নাগাদ।
ফেরার সময় রায়কুন্ডু গ্রামে শিলাবতী নদীর পার হতে গিয়ে নৌকাটি ডুবে যায়। রাজনগর গ্রাম পঞ্চায়েতএর কিছু অংশ, নারাজল গ্রাম পঞ্চায়েতের সবকটি মৌজা এখনো জলের তলায়। কৃষি জমির উপর দিয়ে জলের স্রোত বইছে। অন্যদিকে ঘাটালের বেশ কিছু এলাকা এখনো জলের তলায়।
মহকুমা তে মৌজার পর মৌজা প্লাবিত।
কৃষি জমির উপর দিয়ে নৌকা চলছে। নষ্ট হয়ে গিয়েছে অামন চাষ থেকে শুরু করে সবজী খেত।
প্রায় দুই সপ্তাহ জলবন্দি ঘাটাল ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েতের মানুষ। অসহায় হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।
রাস্তাঘাট , পানীয় জলের ট্যাপ বন্যার জলে ডুবে আছে। অনেক প্লাবিত এলাকাতে দৈনন্দিন কাজের জন্য আসতে ভরসা নৌকা। ঘাটাল পুরসভার ১২ টি ওয়ার্ডের অবস্থা তথৈবচ ,সামান্য জলকমলেও মানুষের দুর্ভোগ কাটছে না। জল। ঠেলে যাতায়াত করছেন চাউলি, সিংহপুর, গড়প্রতাপনগরএলাকার মানুষজন।

Ghatal News
Exit mobile version