Site icon Ghatal News

ঘাটাল মেচগ্রাম রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল, দূত সারানোর দাবী

ঘাটাল নিউজ ডেস্ক, ২৪ সেপ্টেম্বর ঃ  ঘাটাল মেচোগ্রাম রাস্তা দীর্ঘদিন ধরে অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আছে।
বেহাল এই রাস্তার মাঝে বড় বড় খানাখন্দ। বিপদের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে এই রাস্তার উপর দিয়ে।
নিত্যযাত্রী সহ বাইক আরোহীরা প্রাণ হাতে নিয়ে
এই রাস্তা দিয়ে চলাচল করেন।
রাস্তাটি সংস্কারের কাজ শুরু হলেও এখন কাজ বন্ধ আছে। লাগাতার বৃষ্টির জেরে রাস্তার হাল আরো খারাপ হয়েছে।
নিত্যযাত্রী থেকে বাস,ট্যাক্সি চালক বলেন এই রাস্তায় ধান চাষ করা যেতে পারে।রাস্তা খারাপ হওয়াই গাড়ির পাতি কেটে যাচ্ছে। রোগীদের নিয়ে যেতে খুব সমস্যায় পড়তে হচ্ছে।
ক্ষীরপাই পুরসভার প্রশাসক বীরেশ্বর পাহাড়ি বলেন রাস্তা ধারাবাহিকভাবে সরানো হচ্ছে না।
ওই রাস্তার যাত্রীদের কোমরে ব্যথা অবশ্যম্ভাবী। কোন রোগীকে ওই রাস্তা দিয়ে কলকাতা নিয়ে যাওয়ার আগেই সেই রোগী দেহ ত্যাগ করতে পারে বলে মন্তব্য করেন।
এই বিষয়ে ঘাটাল মহকুমা রোড স হাইওয়ে ডিভিশনের বাস্তুকার গোকুল দাস মালাকার বলেন, সরকারের তরফে বালি সরবরাহ না থাকায়, আপাতত কাজ বন্ধ আছে। কাজের জন্য প্রতিদিন ৪০ থেকে ৫০ গাড়ি বালি প্রয়োজন কিন্তু এখন বালি সরবরাহ নেই, যদিও নবান্নে বালি সরবরাহের জন্য আবেদন করা হয়েছে।
বালি এলে কাজ শুরু হবে বলে গোকুল বাবু বলেন।
এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন রুটে বাস সহ বিভিন্ন যানবাহন চলাচল করে।
রাস্তাটিকে অবিলম্বে জরুরী ভিত্তিতে সংস্কার করার দাবি জানিয়েছেন নিত্যযাত্রী সহ সর্বস্তরের মানুষ।

Ghatal News
Exit mobile version