Site icon Ghatal News

ঘাটালে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি’

ঘাটাল নিউজ ডেস্ক, ১৮ সেপ্টেম্বর  ঃ
ঘাটালে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি’ হয়েছে। শনিবার সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে জল কমতে শুরু করেছে।
ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, শনিবার সকাল থেকে জল কমতে শুরু করেছে। প্রশাসন সার্বিকভাবে প্রস্তুত আছে পরিস্থিতি মোকাবিলা করার জন্য।
উল্লেখ্য নিম্নচাপের প্রভাবে দুদিনের বৃষ্টির জেরে ঘাটাল, দাসপুর চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা প্লাবিত ।
বৃহস্পতিবার থেকে নিচু এলাকাগুলিতে জল ঢুকতে শুরু করে,শুক্রবার মহকুমার বিস্তীর্ণ এলাকা জলবন্দি হয়ে পড়ে।
বিভিন্ন জায়গায় বাঁশের সাঁকো ভেঙ্গে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এখনো পর্যন্ত ঘাটালে বন্যায় জলের তোড়ে ভেসে একজনের মৃত্যু হয়েছে এবং আরেকজন নিখোঁজ।

ঘাটাল পৌরসভা এলাকার ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১৩ টি ওয়ার্ড জলমগ্ন ।
ঘাটাল শহরের এক নম্বর চাতাল সহ বিভিন্ন এলাকায় নৌকা চলছে।
প্লাবিত এলাকার মানুষ জনের চলাচলের ভরসা এখন নৌকো অথবা ডিঙি।
ঘাটাল ব্লকের অজবনগর ১ এবং ২, দেয়ান চক ১ এবং ২, মনসুকা ১এবং ২ ,মোহন পুর অঞ্চল সহ শতাধিক গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত।
এছাড়াও ঘাটাল ব্লক এর ৫ নম্বর অঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে।
দাসপুর ১ ব্লকের নিজ নারাজল গ্রাম পঞ্চায়েতের ৩৪ টি মৌজা বন্যার জলে প্লাবিত হয়েছে।
চন্দ্রকোনা ব্লকের ভগবন্তপুর ২, পূর্ সুরি সহ সংলগ্ন এলাকা গুলি জলের তলায়।

ঘাটাল পৌরসভা এলাকায় ৭০ জন মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে।
এছাড়াও দেয়ান চক ২ এলাকা থেকে কিছু মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।
ঘাটাল, দাসপুর, বিভিন্ন এলাকায় জলবন্দি কয়েক শত মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।

শীতকালীন সবজি সহ মাঠ, বন্যার জলের তলায়।
গতবারের বন্যাতে কৃষি ক্ষয়ক্ষতির পরে এবারের ফের বন্যাতে কৃষকরা চিন্তায় পড়েছেন।
বন্যার জল কমতে শুরু করলেও আকাশের মুখ ভার।
যদি ফের বৃষ্টি হয় তাহলে বন্যা পরিস্থিতি কি হবে, এখন থেকে তা বলা যাচ্ছে না।

Ghatal News
Exit mobile version