Site icon Ghatal News

স্বামীর মৃত্যু বার্ষিকীতে জয়রামচকে দুঃস্থদের বস্ত্র বিতরন করল স্ত্রী

ঘাটাল নিউজ ডেস্ক ঃঃ
ফিজ না দিতে পারায় বিদ্যালয় থেকে বহিস্কার! পরে আস্ত একটা বিদ্যালয়ের বিল্ডিং তৈরি করেছিলেন ব্যাক্তি! মৃত্যু দিনে জয়রামচকে দুঃস্থদের বস্ত্র বিতরন করল স্ত্রী রেনুকা বালা মাইতি

২০২০ সালের১৩ই সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনেই প্রয়াত হন দাসপুর-২ ব্লকের জয়রামচক গ্রামের বাসিন্দা অমরনাথ মাইতি। তাই আজকের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ওনার আত্মার শান্তির উদ্দেশ্যে স্মরণ সভা ও দুস্থ’দের বস্ত্র বিতরণ করলেন স্ত্রী রেনুকা বালা মাইতি। এদিন ওই এলাকার ৪০জন দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয়েছে। কথায় আছে বেঁচে থাকার জন্য দীর্ঘ আয়ুর দরকার নেই, আপনার কিছু অবদান বা সৃষ্টির মাধ্যমেই আপনি চিরকাল বেঁচে থাকবেন। তেমনই এনার নামটাই শুধু অমর না অবদান গুলোও অমর। ছাত্র ছাত্রীদের পঠন পাঠনের জন্য আস্ত একটা বিদ্যালয় এর বিল্ডিং তৈরি করে দিয়েছেন তিনি। এর পাশাপাশি গ্রামের বিভিন্ন্ কর্মকাণ্ডেই রয়েছে তার অবদান। তবে কেন এই বিদ্যালয়ের বিল্ডিং তৈরি এর পিছনেও রয়েছে অনেক কাহিনী। এক সময় আর্থিক অনটনের জেরে বিদ্যালয়ের ফিজ দিতে না পারায় বিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছিল তাঁকে। আর সেদিন থেকেই প্রতিজ্ঞা করেছিলেন। যদি কোনও দিনও আর্থিক ভাবে নিজেকে উন্নত করতে পারেন, তাহলে অর্থের অভাবে কাউকে আর পড়াশুনা বন্ধ করতে হবে না। এর পরেই তিনি কলকাতার কোলেমার্কেটে ১২বছর বয়স থেকেই কাজে বেরিয়ে পড়েন , প্রথমে একটি দোকানে কাজে নিযুক্ত হন তিনি। প্রায় ১২ বছর পরেই শুরু হয় নিজের ব্যাবসা। আর তখন থেকেই নিজের আর্থিক অবস্থার উন্নতি করেন তিনি, এর পরেই নিজের প্রতিজ্ঞা পূরণ করেন। পাঁচগেছিয়া গ্রামে স্বর্গীয় রাধেশ্যাম রাউত এর জায়গায় তৈরি করেন বিদ্যালয়ের বিল্ডিং। বর্তমানে সেই বিদ্যালয়ের নাম ‘পাঁচগেছিয়া জয়রামচক গোষ্ঠ বিহারী বিদ্যাপীঠ’ । এমনই অনেক কর্মকাণ্ডে জড়িয়ে রয়েছে ওনার দান। তাই ১৩ই সেপ্টেম্বর ২০২১ স্বর্গীয় অমর নাথ মাইতির স্মরণ সভাতে শ্রদ্ধা জানাতে উপস্থিত গ্রাম সহ অন্যান্য গ্রামের একাধিক মানুষজন।

Ghatal News
Exit mobile version