Site icon Ghatal News

পাঁচগেছিয়া গ্রামের পোস্ট মাস্টার রঞ্জিত রাউত অবসর নেওয়াই সম্বর্ধনা গ্রামবাসীদের

দীর্ঘ ৪৩বছরের কর্ম জীবন থেকে বিদায় নিলেন পাঁচগেছিয়া গ্রামের পোস্ট অফিসের ‘assistant branch post master’ রঞ্জিত রাউৎ, সংবর্ধনা জানালো গ্রামের মানুষজন

ঘাটাল নিউজ ডেস্ক ঃঃ

অবশেষে দীর্ঘ ৪৩ বছরের কর্ম জীবন থেকে বিদায় নিলেন রঞ্জিত রাউত। গত ৪ঠা সেপ্টেম্বর সরকারি ভাবে তার কর্ম জীবন শেষ হলেও, ১২ই সেপ্টেম্বর ২০২১ রবিবার তাকে সংবর্ধনা জানালো গ্রামের মানুষজন। প্রসঙ্গত তিনি ১৯৭৮ সালে পাঁচগেছিয়া গ্রামের পোস্ট অফিসে ‘assistant branch post master’ হিসেবে নিযুক্ত হন। ওই ব্রাঞ্চেই দীর্ঘ ৩৭ বছর কর্ম জীবনের পর সরকারি নির্দেশ অনুযায়ী ৩ বছরের জন্য বদলি হন পাশের গ্রামের গোছাতি পোস্ট অফিসে। তার পর আবারও তাকে বদলি করা হয় পাঁচগেছিয়া গ্রামের পোস্ট অফিসে। তবে জন্ম সূত্রে তিনি পাঁচগেছিয়া গ্রামেরই বাসিন্দা। তাই দীর্ঘ ৪৩ বছর পর তার কর্ম জীবন থেকে অবসর নেওয়ার সময় কেঁদে ফেললেন গ্রামবাসী সহ রঞ্জিত বাবু। রবিবার রঞ্জিত বাবুকে গ্রাম বাসীদের তরফে ফুলের তোড়া, ছাতা, শাল, মিষ্টি সহ একাধিক জিনিসের মাধ্যমে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। বর্তমানে রঞ্জিত বাবুর জায়গায় নতুন ‘assistant branch post master’ হিসেবে নিযুক্ত হয়েছেন ভাস্কর দে, এদিন গ্রাম বাসীদের তরফে ওনাকেও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এদিন এই অনুষ্ঠানে তিনি তাঁর দীর্ঘ ৪৩ বছরের কর্ম জীবনের অনেক স্মৃতি চারনা করলেন।

Ghatal News
Exit mobile version