দাসপুরে অাহত হনুমান উদ্ধার বনদপ্তরের

Uncategorized

ঘাটাল নিউজ ডেস্ক :

দাসপুর ২ ব্লক এর ভগবানচক থেকে গর্ভবতী হনুমান উদ্ধার করল বন দপ্তর।
১২ আগস্ট, বৃহস্পতিবার বিকেলে ওই হনুমানটিকে উদ্ধার করা হয়।
গত একদিন যাবত হনুমানটি ওই এলাকায় ছিল।
জানা গিয়েছে, ওই হনুমান টি কোন কারনে আহত ছিল এবং সে নড়াচড়া করতে পারছিল না।
স্থানীয় বাসিন্দা অরিজিত সউ স্থানীয় বিডিও এবং ফরেস্ট রেঞ্জার এর সাথে যোগাযোগ করেন হনুমানটিকে উদ্ধার করার জন্য।
এরপর তিনি যোগাযোগ করেন গমোক পতা হাই স্কুলের প্রধান শিক্ষক সুব্রত বুরাই এর সাথে।
সুব্রত বাবু যোগাযোগ করেন মেদিনীপুর বাসি শিক্ষক এবং পরিবেশ প্রেমী মনিকাঞ্চন রায়ের সাথে।
মণিকাঞ্চন বাবু মেদিনীপুর রেঞ্জের ফরেস্ট রেঞ্জার পাপন মহান্তর সাথে যোগাযোগ করেন।
এরপর ঘাটাল ফরেস্ট রেঞ্জের টিম হনুমানটিকে উদ্ধার করে।
সুব্রত বাবু এবং মনিকাঞ্চন বাবু বলেন, অরিজিৎ এবং স্থানীয় বাসিন্দারা যেভাবে সাবধানতা অবলম্বন করে হনুমানটিকে রেখে বন দপ্তরে হাতে তুলে দিলেন তা প্রশংসার যোগ্য।

Ghatal News