Site icon Ghatal News

তৃণমূলের ‘প্রান ভোমরা’ রাজীব কুমার : দিলীপ ঘোষ

তৃণমূলের ‘প্রান ভোমরা’ রাজীব কুমার: দিলীপ ঘোষ , ১৬ সেপ্টেম্বর : বরদা চৌকান সংলগ্ন একটি ছোট মাঠে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভার আয়োজন করা হয়। মাঠে এক হাঁটু জল কাদা। কিন্তু মানুষের ভীড় ছিল নজর কাড়ার মতো। রোদ, জল, কাদা উপেক্ষা করেই দিলীপ ঘোষের সভায় মানুষের ঢল।আজকের বক্তৃতায় দিলীপ ঘোষ মূলত তৃণমূলকে নিশানা করে বলেন সামনের পৌরভোটে কিছুটা আর বাকিটা বিধানসভা ভোটে সাফ হয়ে যাবে। তিনি রাজীব কুমারকপ নিয়ে বলেন, মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে নিজের কাছে লুকিয়ে রেখেছেন। রাজীব কুমার তৃণমূলের ‘প্রান ভোমরা’, তিনি ধরা পড়লে সব চোরেরা সামনে এসে যাবে। তাই তাকে লুকিয়ে রাখতে হবে, তবে কতদিন লুকিয়ে রাখবেন।তিনি বলেন প্রাক্তন গৃহমন্ত্রী পি চিদম্বরম রেহাই পাননি আর ইনিও পাবেন না।চিদম্বরম এখন তিহার জেলের ভাত খাচ্ছে, লালু প্রসাদ জেলের ভাত খাচ্ছে। রাজীব কুমারও খুব তাড়াতাড়ি জেলের ভাত খাবে। তাই মুখ্যমন্ত্রী কাল দিল্লী যাচ্ছেন যদি প্রধান মন্ত্রীর পায়ে ধরে কেশ মিটানো যায়। তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন চোর ধরেছে সিবিআই, ভয় পেয়েছে দিদিভাই।সিপিএম নিয়ে বলেন সিপিএম যা অত্যাচার করতো তার থেকে বেশি অত্যাচার মানুষ সহ্য করছে তবে তা থেকে মুক্ত করবে বিজেপি।

Ghatal News
Exit mobile version