নাগরিক পঞ্জি(N R C) চালু করতে চায় কেন্দ্রীয় সরকার,কিন্তু পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমাদের রাজ্যে তা লাগু করতে চাইছেন না। তার প্রতিবাদে গত পরশু তিনি কলকাতায় মিছিল করেন, আর আজ তা নিয়ে ঘাটালে একটি মিছিল করা হয়।ঘাটাল শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়।মিছিলটি ঘাটাল আড়গোড়া থেকে শুরু হয় এবং শেয হয় ঘাটাল পাঁশকুড়া বাসস্ট্যান্ডে।উপস্থিত ছিলেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই,ঘাটাল শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অরুন মন্ডল, ঘাটালের পৌরপ্রধান বিভাস ঘোষ সহ ঘাটালের সমস্ত কাউন্সিলার, ঘাটাল শহরের বিভিন্ন নেতৃত্ব ও প্রচুর কর্মীবৃন্দ।
NRC প্রতিবাদে তৃণমূলের মিছিল ঘাটালে
