ঘাটালের ঘোলা গ্রামে তৃনমূল কর্মী অাক্রান্ত, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

আমার ঘাটাল

ঘাটাল থানার ঘোলা গ্রামে ১ তৃনমূল কর্মীকে মারধোরের অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। আজ সকালে মীর্জা সাহেব নামের ১ যুবক গ্রামের একটি চায়ের দোকানে বসেছিল ঐ যুবকসহ আরও কয়েকজন।অভিযোগ বিজেপির লোকেরা অতর্কিতে তার ওপর চড়াও হয়।তাকে প্রচন্ড মারধোর করে,তার মাথায় চোট লাগে।স্থানীয়রা তাকে ঘাটালে হাসপাতালে ভর্তী করে।ঘাটালের পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধক্ষ্য পঞ্চানন মন্ডল বলেন ঘাটাল থেকে দীপক অধিকারী পুনর্নিবাচিত সাংসদ, বিধায়ক ঘাটালের, পৌরসভা ও অঞ্চলও শাসকদলের, তারপরেও বিজেপির লোকেরা তৃণমূলের কর্মীদের ওপর হামলা করে যাচ্ছে।আমরা আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার তাই নেব।বিজেপির ঐ অঞ্চলের মন্ডল সভাপতি শীতল কপাট বলেন ভোটের আগে থেকে ঐ অঞ্চলে সন্ত্রাস করে চলেছিল ঐ যুবক।আগেও আমরা প্রশাসনে জানিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। আজ আমাদের কর্মীদের সাথে দেখা হলে তারা জিজ্ঞেস করে কেমন আছে,তারপরেই গালাগালি করে ঐ যুবক।তার জেরে কথা কাটাকাটি হয় কিন্তু আমাদের কর্মীরা কেও মারধোর করেনি।তৃণমূল মিথ্যা প্রচার করে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে।

Ghatal News