পৌরসভার উদ্দ্যোগ নেই, বাধ্য হয়েই ঘাটালে পুকুর সাফে পাড়ার ছেলেরা

আমার ঘাটাল

ঘাটাল পৌরসভায় ১ টি নয় প্রায় সব পুকুরের অবস্থা এখন এরকম।শহরবাসী এখন পুকুরে নামতে ভয় পায়।প্রতি বছর বন্যার দিকে তাকিয়ে থাকে ঘাটালবাসী।ঘাটালের ১২ টি ওয়ার্ড বানভাসি এলাকা।সারা বছর যা নোংরা ও আবর্জনা পুকুরে জমা হয় তা পরিস্কার হয় বন্যার সময়।তবে বন্যা হলে সব পুকুর পৌরসভা পরিস্কার করে এমন নয়,শহর ও গ্রামের মানুষদেরও নিজ উদ্দ্যোগে পরিস্কার করতে হয়।গতবছর বন্যা না হওয়ায় ঘাটালের সব পুকুরে নোংরা, আবর্জনা ভর্তী রয়ে যায়।পৌর নাগরিকরা বারবার পৌরসভায় জানিয়েও কিছু লাভ হয়নি।তাই আজ ঘাটালের ৬ নং ওয়ার্ডের ১ টি পুকুরে নিজেরা নেমে জল পরিস্কার করলো।সেই ওয়ার্ডের কাউন্সিলর সেই চিত্র দেখেও নির্বাক রইলেন।তবে এবছর যদি বন্যা না আসে তাহলে কি পুকুরগুলোর অবস্থা আরও খারাপ হবে?বন্যার দিকে তাকিয়ে ঘাটালবাসী।

Ghatal News