Site icon Ghatal News

পৌরসভার উদ্দ্যোগ নেই, বাধ্য হয়েই ঘাটালে পুকুর সাফে পাড়ার ছেলেরা

ঘাটাল পৌরসভায় ১ টি নয় প্রায় সব পুকুরের অবস্থা এখন এরকম।শহরবাসী এখন পুকুরে নামতে ভয় পায়।প্রতি বছর বন্যার দিকে তাকিয়ে থাকে ঘাটালবাসী।ঘাটালের ১২ টি ওয়ার্ড বানভাসি এলাকা।সারা বছর যা নোংরা ও আবর্জনা পুকুরে জমা হয় তা পরিস্কার হয় বন্যার সময়।তবে বন্যা হলে সব পুকুর পৌরসভা পরিস্কার করে এমন নয়,শহর ও গ্রামের মানুষদেরও নিজ উদ্দ্যোগে পরিস্কার করতে হয়।গতবছর বন্যা না হওয়ায় ঘাটালের সব পুকুরে নোংরা, আবর্জনা ভর্তী রয়ে যায়।পৌর নাগরিকরা বারবার পৌরসভায় জানিয়েও কিছু লাভ হয়নি।তাই আজ ঘাটালের ৬ নং ওয়ার্ডের ১ টি পুকুরে নিজেরা নেমে জল পরিস্কার করলো।সেই ওয়ার্ডের কাউন্সিলর সেই চিত্র দেখেও নির্বাক রইলেন।তবে এবছর যদি বন্যা না আসে তাহলে কি পুকুরগুলোর অবস্থা আরও খারাপ হবে?বন্যার দিকে তাকিয়ে ঘাটালবাসী।

Ghatal News
Exit mobile version