Site icon Ghatal News

ভোটের মার এমন মারুন যাতে ওকে বাংলা ছাড়া হতে হয় : রাজীব ব্যানার্জী

সৌরভ পাল, ঘাটাল, ৯ মে : ভোট এমন দিন এবং ভোটের মার এমন মারুন যাতে ওকে বাংলা ছাড়া হতে হয় বলে ভারতী ঘোষের মন্তব্যের জবাবে একথা বলেন মন্ত্রী রাজীব ব্যানার্জী। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রের মোদী সরকার। অাজ ঘাটালে দেবের সমর্থনে প্রচারে এসে বললেন রাজীব ব্যানার্জী । তিনি বলেন ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়ন হবেই, আর তা করবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারই। বৃহস্পতিবার সন্ধায় ঘাটালের ৭/১ অঞ্চলের বাঘাগেড়িয়া গ্রামে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর সর্মথনে এসে কেন্দ্রের বিজেপি সরকারকে এক হাত নেন। তিনি বলেন বিজেপি সরকার ঝুটা সরকার, এরা সব সময় মিথ্যে কথা বলে, এরা দেশের কোন উন্নয়ন করেনি রাজ্যের কথা এরা ভাবে নি। মাস্টার প্লান মঞ্জুর হলেও টাকা না দিয়ে বাংলাকে বঞ্চিত করছে। বাংলাকে অশান্ত করতে চাইছে। দেশের কোন কাজ করেনি মানুষকে হায়রান করেছে। এদিন ভারতী ঘোষের প্রসঙ্গ টেনে তিনি বলেন ভারতী ঘোষ উন্নয়নের দিকে যা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা মতোই করেছেন, তিনি তার ইচ্ছে কিছু করেননি, তিনি বড় বড় কথা বলছেন ঘাটালে বন্যার সময় চক্রান্ত করে ভারতী ঘোষ দেবকে ঘাটালে আসতে বারণ করেছিলেন। ভারতীর কেশপুরে বিতর্কিত মন্তব্য উত্তর প্রদেশ থেকে হাজার হাজার লোক নিয়ে এসে কুকুরের মত মারার কথা বলেছিলেন তাঁর জবাবে মন্ত্রী রাজীব ব্যানার্জী বলেন ১২ মে তৃণমূলের বোতাম টিপে ভোট দিয়ে উপযুক্ত জবাব দিয়ে দিন। বাংলার মানুষকে কুকুরের মত তুলনা করেছে অাগামী দিনে এমন ভোট দিন ভোটের মার এমন মারুন যাতে ওকে যাতে বাংলা ছাড়া হতে হয়। বাংলার শিক্ষা সংস্কৃতি কৃষ্টি এরা জানে না বাংলার ঐতিহ্য এরা জানে না। মমতা ব্যানার্জীর হাত মাথায় থাকলে এসপি হওয়া যাই হাত উঠে গেলে একজনও তাকে চেনে না। তাকে মানুষ বলে মনে করে না। তিনি অারও বলেন ভোটটা ঋন হিসেবে দিন অার উন্নয়নটা বুঝে নেবেন, মাস্টার প্লান বুঝে নেবেন। মাস্টার প্লানের টাকা মঞ্জুর মোদী না করলেও রাজ্য সরকার করবে। পলাশপাই খাল, চন্দ্রেশ্বর খাল, দুর্বা চটির খাল সংস্কার শুরু করে দিয়েছে রাজ্য সরকার যাতে বন্যার হাত থেকে অনেকটা মুক্তি পাবে ঘাটালবাসী। এই দিনে এই সভায় উপস্থিত ছিলেন মালদার তৃণমূল নেত্রী ও বিদায়ী সাংসদ মৌসম বেনজির নূর সহ ঘাটালের তৃণমূল নেতা মন্টু বাইরী ও সুদীপ মন্ডল।

Ghatal News
Exit mobile version