চন্দ্রকোনার ঝাকরাতে বিজেপির পক্ষ থেকে একটি বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। বিজেপি প্রার্থী তপন রায়ের প্রচারে ঝাঁকরাতে মিছিল হয়। উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার পার্থী তপন রায় এবং মণ্ডল সভাপতি রাজীব পাল। সাধারন মানুসের মধ্যে উৎসাহ চোখে পড়ে প্রার্থীকে নিয়ে।
চন্দ্রকোনায় বিজেপি প্রার্থীর পায়ে হেঁটে প্রচার
