গরুর গাড়িতে চেপে মনোনয়ন জমা ঘাটালের কংগ্রেস প্রার্থীর

আমার ঘাটাল রাজনীতি

গরুর গাড়িতে মনোনয়ন ঘাটালের কংগ্রেস প্রার্থীর

ঘাটাল নিউজ ডেস্ক, 22 এপ্রিল :

বর্ণাঢ্য শোভাযাত্রা আর তিরঙ্গা পতাকার ভিড়ে গরুর গাড়িতে চড়ে মনোনয়ন জমা দিতে আসলেন ঘাটালের কংগ্রেস প্রার্থী মহাম্মদ সাইফুল। 
 এখনো পেট্রোলের দাম ৭৫- টাকার নিচে না নামায়  তারই প্রতীকী প্রতিবাদে  গরুর গাড়ি করে এলেন মনোনয়ন জমা দিতে!

কয়েকশো  কর্মী সমর্থক নিয়ে রীতিমতো শক্তি প্রদর্শন করে মনোনয়ন জমা দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মহম্মদ সাইফুল। আজ মেদিনীপুরে জেলাশাসকের দফতরে মনোনয়ন পেশ করেন তিনি। মনোনয়ন পর্ব মিটবার পর মহম্মদ সাইফুলের আত্মবিশ্বাসী মন্তব্য, লালবাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গাঁধীর ক্যাবিনেটের অর্থমন্ত্রী শচীন্দ্র চৌধুরী, রেলমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পরিমল ঘোষের পথ ধরেই ঘাটালবাসীর জন্য কিছু করে দেখাতে চাই। মোহাম্মদ সাইফুল কটাক্ষ করে বলেন, এতদিন ঘাটালবাসী স্রেফ প্রতিশ্রুতির বন্যায়  এবং প্রাকৃতিক বন্যায় ভেসেছেন। কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি। দশকের পর দশক কেটে গেছে, ঘাটাল মাস্টারপ্ল্যানও বাস্তবায়িত হয়নি। রেলপথের মানচিত্রে ব্রাত্যই থেকে গিয়েছে ঘাটাল। কেশপুরকে এখনও রাজনৈতিক সন্ত্রাসের কাজে ব্যবহার করা হয়! তাই নতুন ধরণের রাজনীতির স্বার্থে তরুণ সমাজকে আরও বেশি করে এগিয়ে আসার আবেদন জানান তিনি। ঘাটালের কংগ্রেস প্রার্থী মহম্মদ সাইফুলের কথায়, সময় বদলেছে, তাই পুরনো ধ্যান-ধারণা আর ধর্মের রাজনীতি ঝেড়ে ফেলে প্রকৃত উন্নয়নই রাজনীতির আসল লক্ষ্য হওয়া উচিত।

Ghatal News

Leave a Reply