ঘাটাল হাসপাতালে মেকানিকাল ভেন্টিলেশনের উপর কর্মশালা হল

আমার ঘাটাল


সৌরভ পাল, ৫ এপ্রিল :
ঘাটাল মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যতম বিভাগ হাই ডিপেনডেন্সি ইউনিট বা এইচ.ডি.ইউ ইউনিটে অাজ চিকিৎসক , নার্স এবং মেডিকেল টেকনিশিয়ানদের নিয়ে মেকানিকাল ভেন্টিলেশনের উপর একদিনের হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা বা ওয়ার্কশপ এর আয়োজন করা হয়েছিল। ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন আর.জি.কর মেডিক্যাল কলেজের প্রফেসর ডাঃ সুগত দাশগুপ্ত । এছাড়াও একই দিনে স্বাস্থ্যভবনের আধিকারিক ডাঃ সুপর্ন পাল এইচ.ডি.ইউ পরিদর্শন করেন। হাসপাতালের সুপার ডাঃ কুণাল মুখোপাধ্যায় এ বিষয়ে জানিয়েছেন এইচ.ডি.ইউ‌ বিভাগ ছাড়াও মেডিসিন এবং অ্যানাস্থেশিয়া বিভাগের চিকিৎসকগণ ওয়ার্কশপে অংশগ্রহণ করেন এবং এইচ.ডি.ইউ পরিদর্শন সন্তোষজনক হয়েছে। মেডিসিন বিভাগের চিকিৎসক ডাঃ হরেকৃষ্ণ পাল ও ডা: শোভন দাস জানিয়েছেন এই ধরনের ওয়ার্কশপ ভীষণ গুরুত্বপূর্ণ, এতে চিকিৎসক, নার্সদের দক্ষতার সঙ্গে চিকিৎসা পরিষেবার মানও বাড়ে। এইচ.ডি.ইউ ইনচার্জ ডাঃ জিয়াউর রহমান ওয়ার্কশপে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এই ধরনের বড় মাপের ওয়ার্কশপ মহকুমা হাসপাতালে প্রথম। কর্মশালায় অনেক অভিঙ্গতা বাড়ল। যার ফলে রোগীদের অারও ভাল করে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অনেক অভিঙ্গতা সঞ্চয় হল। ভবিষ্যতে যাতে অারও কর্মশালা হয় তার জন্য চেষ্টা করব। এইচ.ডি.ইউ এর চিকিৎসক
ডাঃ দেবাশিস দাস জানান রাজ্যের মধ্যে পারফরম্যান্সের বিচারে ঘাটাল এইচ.ডি.ইউ দ্বিতীয় স্থানে আছে রয়েছে।

Ghatal News

Leave a Reply