লোকসভা ভোটের টেম্পো শুরু ঘাটালে

আমার ঘাটাল মেদিনীপুর- ঝাড়গ্রাম রাজনীতি

বেদবীথি রানা, ঘাটাল ৩০ মার্চ : লোকসভা ভোটের ঢাকে পুরোদমে কাটি পড়ে গেছে, ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রতি সারা রাজ্যের অন্যতম নজর কারণ একদিকে তৃণমূলের দীপক অধিকারী দেব এর মত সেলিব্রিটি অপরদিকে বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ এবং সিপিআইএর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য বর্ষিয়ান কমিউনিস্ট নেতা তপন গাঙ্গুলী প্রতিদ্বন্দ্বিতা করছেন ইতিমধ্যে দেওয়াল লেখার কাজ প্রায় শেষ শাসক দল তৃণমূলের। দেওয়াল লেখা অনেক আগেই শেষ করেছে তৃনমূল। সবদলই নিয়মিত কর্মীদের নিয়ে বৈঠক চালাছে, দাসপুরে কর্মী সভা করেছেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র, পার্টি সূত্রে খবর 9 এপ্রিল ঘাটালে সিপিএমের কর্মী সভা হবে সম্ভবত ওই কর্মী সভায় বিমান বসু আসতে আসতে চলেছেন এদিকে প্রথমেই প্রকাশ্য সমাবেশ করে ভোটের টেম্পো তুলেছে বিজেপি বিতর্কিত ভারতী ঘোষ। এবং অন্যান্য নেতারাও চোখা চোখা শব্দে রাজ্য সরকার বিভিন্ন স্থানে জোরকদমে কর্মী সভা শুরু করে দিয়েছেন। কর্মীসভায় ভালোই ভিড় লক্ষ্য করা যাচ্ছে যদিও মানুষজন বলছেন গত 5 বছর আগে দেবের যে ক্যারিশ্মার প্রভাব ছিল তাই একটু হলেও কমেছে অন্যদিকে ক্রমবৃদ্ধি ঘটেছে বিজেপির। বামফ্রন্টের দৈনদশা অব্যাহত যদিও তৃণমূল নেতৃত্বের দাবি এবার দেব আরো বেশি মার্জিনে জিতবেন অন্যদিকে ভারতী ঘোষ পাকা রাজনীতিবিদের মত ফুটপাতের দোকানে চা খাওয়া থেকে মাটিতে বসে ভাত খাওয়া এবং দাসপুরে সোনার হার তৈরীর মত প্রতিশ্রুতি দিয়েছেন।
বামফ্রন্ট জোর দিয়েছে প্রতি দরজায় মানুষের কাছে যাওয়া। তবে প্রত্যেকে এই ভোটের মুখে ঘাটালে মাস্টারপ্লান ও রেলপথ তৈরীর প্রতিশ্রুতি দিতে ভুলেননি তৃণমূলের কাছে লড়াই টা খুব সহজ হবে না বলে রাজনৈতিক মহলের ধারণা। কর্মী সভা জনসভা এসবই ভোটের স্বাভাবিক বিষয় দেখা যাক জনগণ কি রায়দেন গণতন্ত্রের এই বৃহত্তম উৎসবের শেষে। তার দিকেই তাকিয়ে থাকবে ঘাটাল বাসী।

Ghatal News

Leave a Reply