Site icon Ghatal News

ঘাটালের মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন বিজেপি প্রার্থী : দেব৷৷

ভারতী ঘোষের অাক্রমনের জবাব দিলেন সাংসদ ও ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। ঘাটালে এসে ভারতীঘোষ অভি্যোগ করেছিলেন সাংসদ ও তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে। অাজ ঘাটাল লোকসভার দাসপুরের ভগবানচকে ভারতী ঘোষকে অাক্রমনের পাশাপাশি বিজেপির সরকারকেও অাক্রমন করেন। ভারতী ঘোষ প্রচার শুরু করার পরেই দেবকে নিয়ে অাক্রমন করতে শুরু করেছেন। তিনি অভিযোগ করেছেন ঘাটালে দেব কবার এসেছেন তা নিয়ে এবং বন্যার সময় তাকে দেখা যায়নি এমনকি সংসদেও মুখর হতে দেখা যায়নি। অাজ এসব প্রশ্নের জবাব দিলেন দেব। তিনি বলেন, অামি কাউকে ছোট করছি না অামার প্রতিপক্ষে যিনি দাঁড়িয়েছেন মাননীয় ভারতী দি উনি ঘাটালে এসে বলেছেন অামি নাকি ঘাটালে ৫ বছরে ৫ বারও পা রাখিনি ঘাটালের জনগন জানে অামি ঘাটালে কতবার এসেছি। উনি নাকি বলেছেন অামি নাকি মাস্টার প্লান নিয়ে সংসদে বলিনি ওনার জানা উচিৎ অামি লোকসভায় বাংলা ভাষায় বলেছি মাস্টার প্লান নিয়ে। অার বন্যায় অামি নাকি অাসিনি এবং বন্যার জলে পা ভেজায়নি, ভারতী ঘোষ জেলায় পুলিশ সুপার থাকাকালীন ঘাটালের বন্যায় ৯ ট্রাক নিজের এবং ইন্ড্রাস্টির পয়সায় বন্যার ত্রান নিয়ে এসেছিলাম উনি সেই দিনের কথা ভুলে গেছেন। উনি ভুল বলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। তিনি অারও বলেন, কৃষকদের অায় বেড়েছে। অামরা উন্নয়ন নিয়ে রাজনীতি করব। কাদা ছোড়াছুড়ি নয়। কৃষকদের স্বার্থ এই সরকার দেখেছেন। সারা ভারতবর্ষে কৃষকদের অায় ৭০ হাজার টাকা সেখানে দিদির রাজ্যে কৃষকদের অায় ৩ লক্ষ টাকা এটা তথ্য বলছে অামি বলছি না। এই ৭ বছরে কৃষকদের অায় ৩ গুন বেড়েছে। দিদি অনেকগলি প্রকল্প এনেছেন তাঁর মধ্যে কন্যাশ্রী অন্যতম। কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প রয়েছে সেখানে ২৯ টি রাজ্যকে কেন্দ্র সরকার দিয়েছে ৬৫০ কোটি টাকা অার পশ্চিমবঙ্গে দিদি দিয়েছেন কন্যাশ্রী প্রকল্পে ৭ হাজার কোটি টাকা। উনি নাকি বলেছেন সবুজসাথী সাইকেলে ৩৫০ টাকা করে খরচ হয় তা হোক কিন্তু ১ কোটি ছেলে মেয়েরা বাসে বা গাড়িতে ধাক্কা ধাক্কি খেয়ে স্কুলে যেত তা অার যেতে হয় না এখন তারা ঐ সাইকেল নিয়ে স্কুলেও যায় পড়াশুনাও ভাল করে। এছাড়াও ৪২ টি সুপার স্পেশালিটি হাসপাতাল তাঁর মধ্যে ৩৯ টি চালু এবং ২২ হাজার শয্যা যেটা ভারতবর্ষে কোথাও নেই এছাড়া মেয়েদের বিয়ের জন্য রুপশ্রী গর্ভবতী মায়েদের জন্য প্রকল্প রয়েছে। উনি নাকি বলেছেন কিছুই করেনি দিদির সরকার ৭ বছরে ৭০ বছরের কাজ করেছে। শেষে বলি উন্নয়ন নিয়ে লড়াই হোক তাহলে মানুষই বিচার করে দেবে কি করেছে এই সরকার।

Ghatal News
Exit mobile version