Site icon Ghatal News

ছেলেধরা গুজব সোসালমিডিয়া, হোয়াটসঅ্যাপে ! সচেতনতার প্রচারে ঘাটাল থানা

ছেলেধরা গুজব ছড়িয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপে ! সচেতনতার প্রচারে ঘাটাল থানা জেলা জুড়ে চলছে সচেতনতার প্রচার ক্রমাগত প্রচার চালাচ্ছে ঘাটাল থানাও। বিগত কয়েকদিন আগে সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কিছু ফেক ছবি,যা থেকে মানুষের মনে ছড়িয়েছে আতঙ্ক।ছবিতে দেখা যাচ্ছে সাজানো কিছু মানুষের ছবি,অস্ত্র ও বিকৃত (মানুষকে অস্ত্র দিয়ে আঘাত করা) কিছু ছবি।মুহুর্তের মধ্যে ছড়িয়েছিল ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের হাতে।প্রায় সব জায়গাতেই অচেনা মানুষ দেখলেই আইন হাতে নিয়ে চলছে গনধোলাই।এই ফেক নিউজের বিরুদ্ধে গাড়ি নিয়ে চলছিল ঘাটাল থানার প্রচার।আজ ঘাটাল টাউনহলে একটি আলোচনাসভার আয়োজনও করে ঘাটাল থানা।বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষদের অামন্ত্রন জানানো হয় এই আলোচনাসভায় উপস্থিত হওয়ার জন্য।ঘাটাল থানার তরফ থেকে উপস্থিত ছিলেন ঘাটালের এসডিপিও কল্যান সরকার,ঘাটালের সিআই সুপ্রীয় বসু,ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু ভৌমিক,ঘাটাল থানার অফিসাররা ও সিভিক ভলেন্টিয়াররা।এছাড়াও উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাঝি, ঘাটালের পৌর প্রধান বিভাস ঘোষ,উপ পৌরপ্রধান স্বপন মালিক, ঘাটালের কাউন্সিলররা ও ব্লকের বিভিন্ন নেতৃত্ববৃন্দরা।আলোচনা শেষে ঘাটাল থানার আধিকারিক নিজে রাস্তায় প্রচারে বেড়ান।ঘাটাল থানার পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে কোনো অচেনা মানুষ দেখলে আইন হাতে না নিয়ে থানায় যোগাযোগ করুন বা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করুন অথবা স্থানীয় সিভিক ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ করুন।নিজে সচেতন হোন অপরকে সচেতন করুন।

Ghatal News
Exit mobile version