কাশ্মীরে জঙ্গি হানার প্রতিবাদে মৌন মিছিল ঘাটাল কলেজ NCC বিভাগের

আমার ঘাটাল

কাশ্মীরে জঙ্গি হানার প্রতিবাদ জানালো ঘাটাল কলজের NCC, NSS ছাত্র ছাত্রীরা ও কলেজের অধ্যাপক ও কলজেরর অফিসের কর্মীরা।

পশ্চিম মেদিনীপুর:- গত ১৪ ফেব্রুয়ারী কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গি হানার প্রতিবাদে ও বীর শহীদ ভারতীয় সেনাদের আত্মার শান্তি কামনা করে নীরবতা পালন করে মৌন মিছিল করল ঘাটাল কলেজ।
আজ ঘাটাল কলেজের NSS ও NCC বিভাগের ছাত্র ছাত্রীরা ও অধ্যাপক অধ্যাপিকা ও কলেজের কর্মীবৃন্দ মৌন মিছিলে অংশ নেয়। এই মিছিল ঘাটাল কলেজ থেকে বেরিয়ে এসডিও অফিস, সেন্ট্রাল বাস স্ট্যান্ড, পৌরসভা হয়ে বাসষ্ট্যান্ড হয়ে পুনরায় কলেজে ফিরে আসা হয়। কাশ্মীরের ঘটনায় যে বীর জওয়ানরা দেশের জন্য প্রাণ বলিদান দিয়ে শহীদ হয়েছেন তা বাঞ্চনীয় নয়। ভারতীয় সেনাবাহিনীর শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রম আজ আমাদের দেশকে এক শীর্ষ স্থানে উন্নীত করেছে। ভারতীয় সেনাবাহিনী আমাদের গর্ব। তাই তাদের প্রতি সবার শ্রদ্ধা বোধ জাগ্রত হোক। কলেজের অধ্যাপকরা বলেন,বীর শহীদদের বিদেহী আত্মার শাস্তি কামনায় ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানতেই আমাদের এই উদ্যোগ। হে বীর তোমরা আছো বলেই আমরা আজও নিরাপদ, আমরা সবাই সর্বদাই তোমাদের সঙ্গে আছি। শোকস্তব্ধ, বাকরুদ্ধ….। ভাষা নেই এই নিন্দনীয় ঘটনার।

Ghatal News

Leave a Reply