Site icon Ghatal News

কাশ্মীরে জঙ্গি হানার প্রতিবাদ জানালো চন্দ্রকোনা কলেজ

পশ্চিম মেদিনীপুর:- আজ গতকাল কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গি হানার প্রতিবাদে ও বীর শহীদ ভারতীয় সেনাদের আত্মার শান্তি কামনা করে প্রথমেই নীরবতা পালন করে কলেজের ক্যাম্পাসে। আজ চন্দ্রকোনা কলেজের অধ্যাপক অধ্যাপিকা ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে মৌন মিছিলও বের করা হয়। কলেজ থেকে পৌরসভা হয়ে বাসষ্ট্যান্ড থেকে থানা বিডিও হয়ে পুনরায় কলেজে ফিরে আসা হয়। গতকালের ঘটনায় যে বীর জওয়ানদের দেশের জন্য প্রাণ বলিদান হয়েছে তা বাঞ্চনীয় নয়। ভারতীয় সেনাবাহিনীর শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও কঠোর পরি Add MediaVisualText

শ্রম আজ আমাদের দেশকে এক শীর্ষ স্থানে উন্নীত করেছে। ভারতীয় সেনাবাহিনী আমাদের গর্ব। তাই তাদের প্রতি সবার শ্রদ্ধা বোধ জাগ্রত হোক। কলেজের শিক্ষক বলেন,বীর শহীদদের বিদেহী আত্মার শাস্তি কামনায় ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানতেই আমাদের এই উদ্যোগ।হে বীর তোমরা আছো বলেই আমরা আজও নিরাপদ, আমরা সবাই সর্বদাই তোমাদের সঙ্গে আছি। শোকস্তব্ধ, বাকরুদ্ধ….
শুধু একটাই বক্তব্য এবার কঠোর প্রত্যাঘাত ॥
মায়ের কোল থেকে সন্তান কেড়ে নেওয়ার পরিনতি যে কতটা ভয়াবহ তা এবার ভালোভাবে বুঝিয়ে দেওয়া দরকার বলে মনে করেন কলেজ ছাত্র থেকে অধ্যাপকরা।

Ghatal News
Exit mobile version