ভারতীয় বায়ুসেনার পাইলটকে মুক্তি দেবে পাকিস্তান আগামী কাল

আমার ঘাটাল

আগামী কাল ভারতীয় বায়ুসেনার পাইলটকে মুক্তি দেবে পাকিস্তান

আমাদের ভারত ডেস্ক,২৮ ফেব্রুয়ারি: ভারতের কড়া অবস্থানের কাছে নতিস্বীকার পাকিস্তানের। আগামী কাল ভারতীয় বায়ুসেনার পাইলট উইং কমান্ডার অভিনন্দনকে মু্ক্তি দেবে পাকিস্তান। পাক সংসদে দাঁড়িয়ে এমনটাই জানাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

ভারতের কূটনৈতিক চাপের কাছে মাথা নোয়াতে বাধ্য হল পাকিস্তান।

কোনো সমঝোতা নয়, বিনা শর্তে ফেরাতেই হবে ভারতীয় পাইলট অভিনন্দনকে। এমনটাই জানিয়েছিল ভারত সরকার। কিছু ক্ষণ আগেই সুর নরম করে পাকিস্তানের বিদেশ মন্ত্রকে জানিয়েছে তাদের কব্জায় থাকা ভারতীয় পাইলটকে ফেরাতে আলোচনায় রাজি পাকিস্তান। এনিয়ে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনেও সরাসরি কথা বলতে রাজি। ভারতের দেওয়া ডসিয়ারের তথ্য তারা খতিয়ে দেখা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পাক বিদেশ মন্ত্রক।
কিন্তু ভারতের চাপের কাছে শেষ পর্যন্ত মাথা নত করল পাকিস্তান।

Ghatal News

Leave a Reply