Site icon Ghatal News

পূজোর কেনাকাটায় ভাটা ঘটালে

ঘাটাল নিউজ ডেস্ক : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর মাত্র হাতে গোনা কয়েক দিন বাকি। শারদ উৎসবের এই শুরুর মুহূর্তে মানুষ এখন থেকেই কাউন্টডাউন শুরু করে দেন। এই উৎসব ঘিরে বহু মানুষের রুজি-রোজগার জড়িয়ে থাকে। নিল আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ এর বদলে, বর্ষার মেঘ দল বেঁধে ঘুরছে। করণা অতি মারি পরিস্থিতি থেকেই পুজোর বাজারের ছবি বদলে গিয়েছে। লকডাউন সমাজের সার্বিক ক্ষেত্রে প্রভাব ফেলেছে। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও বস্ত্র ব্যবসায়ীরা অনিশ্চয়তার মুখে। করণা অতি মারি র আগে পর্যন্ত এই সময় থেকেই মানুষ পূজোর কেনাকাটা শুরু করতেন। কিন্তু এখনো পর্যন্ত ঘাটালের কাপড়ের দোকান গুলি তে খদ্দের নেই বললেই চলে। একেই করোনা অতি মারি, লকডাউন, তার ওপর কিছুদিন আগেই ঘাটালের বন্যা পরিস্থিতির জন্য ব্যবসা মন্দা। নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টির প্রভাব পড়েছে কাপড় দোকান গুলিতেও। কাপড় দোকান এর মালিক রা জানালেন ,কিছুদিন আগেই বন্যা হয়েছে। দোকানের মধ্যে এক কোমর জল ছিল। তার ওপর আবার এই দুদিনের বৃষ্টি। গতবছর করোনা এবং লকডাউন পরিস্থিতি থেকে পুজোর বাজার সেভাবে জমে উঠেনি। এবারও কি হবে তারা বলতে পারছেন না।

Ghatal News
Exit mobile version