Site icon Ghatal News

জোড়া নিম্নচাপে চিন্তায় মৃৎ শিল্পীরা

ঘাটাল নিউজ ডেস্ক :  শুক্রবার বিশ্বকর্মা পুজো। পুজোর দু’একদিন আগে, জোড়া নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি, চিন্তায় ফেলেছে মৃৎ শিল্পীদের। একেই দেড় বছর ধরে চলা করণা পরিস্থিতিতে বাজার প্রায় মন্দা বলা যেতে পারে। পুজোর বাজেট কাটছাঁট করছেন উদ্যোক্তারা। ঘাটালের সাম্প্রতিক বন্যা তে মহকুমার আর্থিক পরিস্থিতির গ্রাফ অনেকটাই নিম্নমুখী। মৃৎশিল্পীরা জানিয়েছেন বাজার আগের মত নেই। বিশ্বকর্মা ঠাকুরের যতটুকু বায়না প্রতিমা শিল্পীরা পেয়েছেন, নিম্নচাপের ফলে বৃষ্টির জেরে শেষ মুহূর্তের প্রস্তুতি তে ব্যাঘাত ঘটছে। বাধাবিঘ্ন র মধ্যেই তারা চেষ্টা করছেন পরিস্থিতি সামলানো র জন্য। এই বিষয়ে মৃৎশিল্পী ভানুলাল দোলুই এবং রামপদ পাখিরা বলেন, প্রায় দু’বছর ধরে করোনা পরিস্থিতির জন্য বাজার এমনিতেই মন্দা, গত মাসে নিম্নচাপের জেরে টানা বৃষ্টির কারণে ঘাটালের যে ভয়াবহ বন্যা হয়েছিল তাতে ওনাদের দোকানে বন্যার জল ঢুকে যাওয়ার কারণে অনেক ক্ষতি হয়েছে। তার ওপর বিশ্বকর্মা পূজার দু’একদিন আগে আবার নিম্নচাপের কারণে টানা বৃষ্টিতে কিভাবে ঠাকুরের বাকি কাজ শেষ করে ডেলিভারি দেবেন সেই নিয়ে এই মুহূর্তে চিন্তায় পড়েছেন মৃৎশিল্পীরা।
Ghatal News
Exit mobile version