অভিনব পদ্ধতিতে প্রতিবাদ চিকিৎসকের

রাজ্য

অভিনব পদ্ধতিতে প্রতিবাদ ঘাটালের চিকিৎসকদের
আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য।
আন্দোলন এবং প্রতিবাদের ঝড় বাংলা ছাড়িয়ে অন্যান্য রাজ্যে আছড়ে পড়েছে।।
এবার অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানাতে শুরু করলেন চিকিৎসকরাও।
ঘাটালে চিকিৎসকরা তাদের প্রেসক্রিপশনে আর জি করের ঘটনার বিচার চাই স্টাম্প লাগিয়ে দিচ্ছেন।
প্রেসক্রিপশনে স্ট্যাম্প লাগানোর উদ্দেশ্য হল যাতে আরো বেশি মানুষ এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়।
ইতিমধ্যে রাজ্যের সর্বত্র মোমবাতি মিছিল সহ অবস্থান বিক্ষোভ চলছে।
বিক্ষোভে সামিল হয়েছে মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা।
ঘাটালের অর্থপেডিক চিকিৎসক সুমন্ত পাঁজা বলেন, যে ঘটনা ঘটেছে তার বিচার চেয়ে আন্দোলনে শামিল হয়েছি এবং সাথে সাথে যে চক্র চলছে তা যাতে দমন হয় সেটাও চাইছি।এই আন্দোলনে সাধারণ মানুষকে শামিল হওয়ার আহ্বান জানিয়ে প্রেশক্রিপশনে স্ট্যাম দিতে শুরু করেছি।চিকিৎসকদের প্রেসক্রিপশনে ওই ঘটনার অভিনব প্রতিবাদের প্রশংসা করেছেন রোগীরাও।

Ghatal News